Tuesday, January 25, 2022

বোধ হয় ভালোবাসা


তুমি কি এলে ছড়িয়ে গেল কুয়াশা
অদৃশ্য তাও বোধ হয় ভালোবাসা
নিবিড় বনে যেন হারিয়েছে আকাশ
এই দুটি চোখ দিয়ে ফুটেছে প্রকাশ
সামনে এলে কি হবে ভাবি পরিণতি
নির্দিষ্ট য়দি এই নয় আমার আপত্তি
কি বলি আমার কোন অভিজ্ঞতা ণেই
গেঁথে গেল মনে যে আমি পূজি সেই


No comments:

Post a Comment