Friday, February 17, 2023

সুর তো তোমার...


গান আমার হলে কি হলো সুর তো তোমার,

শব্দ ভাসে আবোহাওয়াই নিয়ে সুর তোমার।
এই সুর শুনে গাছপালার মুখে ফুটে হাঁসি,
 আকাঙ্ক্ষা মনে এই জায়গা আবার ফিরে আসি।
জন্ম সার্থক হয়ে উঠত এই ভুবনে আমার....
নাই কোনো আর দ্বিধা এবং নেইকো সংশয়,
সুরের সঙ্গে শব্দের যেন হয়েছে যে পরিণয়।
সমগ্র সৃষ্টি তে ছোড়িয়ে গেল তোমার সুরের ঝংকার.....